বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর তারিখ থেকে বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় । শুরুতে এ নিয়ে অনেক জটিলতা দেখা দেয়। কিছু অসাধু লোকজন জালিয়াতির মাধ্যমে অন্যের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে হাজার হাজার সিম নিবন্ধন করে নেয় পরবর্তীতে তা বিক্রি করে দেওয়া সহ অপরাধমূলক কাজে ব্যবহার করে। বিশেষ করে সিম বিক্রেতা দোকানদারগন প্রি-অ্যাকটিভেট সিম হিসেবে বেশি দামে বিক্রি করে। আর এটি আপনার সাথেও ঘটতে পারে আপনার অজান্তেই দুষ্টুচক্র হয়তো আপনার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা জানবেন কিভাবে? অথবা আপনি নিজে যদি ভুলে যান যে আপনার এনএইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম বয়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত করে হয়েছে?
- যে কোন সিম দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- জিপি বা গ্রামীণফোন দিয়ে চেক করার নিয়ম
- এয়ারটেল সিম এর সাহায্যে চেক করার নিয়ম
- রবি সিম এর সাহায্যে দিয়ে চেক করার নিয়ম
- বাংলালিংক সিমের সাহায্যে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- টেলিটক দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- এক নজরে চেক করার নিয়ম
- জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- সর্বশেষ
সম্মানিত ভিজিটর, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজে আপনার এনএইডি কার্ড (NID Card) দিয়ে নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা জানতে পারেন-
যে কোন সিম দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানতে, যে কোন মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন *16001# এর পর আপনার এনএইডি কার্ডের শেষে ৪ ডিজিট লিখে সেন্ড করুন। আপনাকে একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়ে হয়েছে।
জিপি বা গ্রামীণফোন দিয়ে চেক করার নিয়ম
গ্রামীণফোন সিমের সাহায্যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানতে info লিখে সেন্ড করুন 4949 নাম্বারে।
নির্দিষ্ট এনএইডি কার্ড দিয়ে বয়োমেট্রিক পদ্ধতিতে কয়টি সিম নিবন্ধিত করা হয়ছে জানতে Reg<space>NID Number লিখে সেন্ড করুন 4949 নাম্বারে। একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে।
এয়ারটেল সিম এর সাহায্যে চেক করার নিয়ম
আপনি যদি একজন এয়াএটেল সিম ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার নিজের নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে জানতে ডায়াল করুন *121*4444#
রবি সিম এর সাহায্যে দিয়ে চেক করার নিয়ম
রবি সিম ব্যবহারকারী হয়ে থাকলে এনআইডি কার্ড দিয়ে কয়টি বয়োমেট্রিক পদ্ধতিতে কয়টি সিম নিবন্ধিত হয়ছে জানতে ডায়াল করুন *1600*3# অথবা *160001#
বাংলালিংক সিমের সাহায্যে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
বাংলালিংক গ্রাহকগন আপনাদের এনআইডি কার্ড দিয়ে বয়োমেট্রিক পদ্ধতিতে কয়টি সিম নিবন্ধিত হয়ছে জানতে ডায়াল করুন *1600*2#
টেলিটক দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
সম্মানিত ভিজিটর, আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তবে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে info লিখে সেন্ড করুন 1600 এই নাম্বারে। একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নামে ও আপনার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।
এক নজরে চেক করার নিয়ম
সিমের নাম | কোড/এসএমএস |
সকল সিম | *16001# এবং NID শেষ ৪ ডিজিট |
গ্রামীণফোন | Reg<space>NID Number সেন্ড 4949 |
রবি | 1600*3# অথবা *160001# |
এয়ারটেল | *121*4444# |
বাংলালিংক | *1600*2# |
টেলিটক | টাইপ info সেন্ড 1600 |
জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে সর্বোচ্চ ২ টি সিম নিবন্ধন করা যায়।
একটি এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক পদ্ধতি সর্বোচ্চ ১৫ টি সিম নিবন্ধন করা যায়।
হ্যা, আপনি পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ দুইটি সিম কিনতে পারবেন।
হ্যা, একজন ব্যাক্তি তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম কিনতে পারবেন তবে সর্বোচ্চ দুইটি সিম কিনতে পারবেন।
ভোটার আইডি কার্ড এর কপি, আঙুলের ছাপ, সিমের নির্ধারিত মূল্য।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধ সংশোধনের নিয়ম
সর্বশেষ
প্রিয়, ভিজিটর, আমাদের লেখা নিয়ে আপনার কোন মতামত, জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে জিজ্ঞাস করুন আমাদের কাছে।
আরও পড়ুনঃ পাসপোর্ট করার নিয়ম, ফি।