ফ্রি গেস্ট পোস্ট করার মতো বাংলাদেশি সাইট বা ব্লগ খুঁজছেন কিংবা আপনার পন্যের সম্পর্কে অনলাইনে লেখা লেখি করার মতো সাইট খুঁজছেন? জি আপনি সঠিক জায়গায় এসেছেন। প্রিয় পাঠক/পাঠিকা আপনারা যারা কিনা অনলাইনের লেখালেখি করেন বিশেষ করে ব্লগিং করেন তাদের হয়তো গেস্ট পোস্টিং সম্পর্কে বেশ ভালো ধারনা আছে।

গেস্ট পোস্ট কি?

গেস্ট পোস্ট হচ্ছে অন্যের ওয়েবসাইট বা ব্লগে ফ্রিতে বা নিজের পন্য বা নিজেকে প্রোমট করতে লেখালেখি করা। Bangla Guest Posting Site বাংলায় একে অতিথি লেখক বা লেখিকা বলা হয়ে থাকে।

কেন গেস্ট পোস্টিং করবেন?

আপনি যদি একজন ব্লগার বা কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তবে এই বিষয়ে ভালো জানেন। তবে টিপসওয়ালী আপনাকে দিচ্ছে বাড়তি কিছু সুবিধা যা কিনা আপনি অন্যান্য গেস্ট ব্লগিং সাইটে পাবেন না।

ফ্রিতে নিজের পণ্য বা সেবার প্রচার

টিপসওয়ালীতে আপনি আপনার পন্য বা সেবা সম্পর্কে সম্পূর্ণ ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন; ফলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনে আলাদা সাইট বানিয়ে নিজের পণ্য সম্পর্কে প্রচারনা চালাতে হবে না।

ফ্রি ব্যাকলিঙ্ক

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনি চাইলে আপনার লেখায় আপনার ব্লগের রিলেটেড কন্টেন্ট বা ইউটিউব ভিডিও এর লিঙ্ক দিতে পারেন। যা কিনা আপনার সাইটের এসিও এর জন্য বেশ কার্যকরী।

এফিলিয়েট লিঙ্ক শেয়ার করার সুযোগ

আপনি যদি একজন এফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তবে আপনার লেখালেখির মাঝে আপনার এফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন। এর এই লিঙ্কে কেউ ক্লিক করে কোন কিছু কেনা কাটা করলে আপনার এফিলিয়েট সেল বাড়বে।

কিভাবে গেস্ট পোস্ট লিখবেন

টিপসওয়ালিতে গেস্ট পোস্ট বা ব্লগারদের জন্য থাকছে একদম সহজ কিছু শর্ত। আমাদের সাইটে গেস্ট পোস্ট লেখার নিয়মঃ

  • কপি পেস্ট পোস্ট করা যাবে না।
  • স্ক্যাম বা এডাল্ট কন্টেন্ট পাবলিশ করা যাবে না।
  • কোন ভুল বা মিথ্যা ইনফরমেশন দোয়া যাবে না।
  • পাবলিশ হওয়া কোন পোস্ট নিজের লেখা বলা যাবে কিন্তু এর মালিকানা দাবি করা যাবে না।
  • ইসলাম কিংবা কারো ধর্মীয় বিষয় নিয়ে বাজে মন্তব্য বা বেফাস কিছু লেখা যাবে না।
  • কাউকে ছোট করে বা বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে কোন প্রকার বাজে মন্তব্য করা যাবে না।

Free Guest Posting Site In Bangladesh

আপনার গেস্ট পোস্ট সাবমিট করুনঃ [[email protected]]

যেভাবে গেস্ট পোস্ট লিখবেন বা সাবমিট করবেন

আপনি চাইলে সরাসরি আমাদের ইমেইলে আপনার লেখা সাবমিট করতে পারেন। এজন্য গুগল ডকস এ আপনার লেখা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অথবা নিচের ফর্মে আপনার লেখা সাবমিট করুন। আপনার নাম, বিষয় ও বিস্তারি পোস্ট সাবমিট করুন। আমাদের বিশেষ টিম লেখা সাজিয়ে ও কারেকশন করে সাইটে পাবলিশ করবে। পাবলিশ হওয়ার পর আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে।