https://tipswali.com/wp-content/uploads/2021/09/wild-turmeric.jpg

স্কিন বা রূপচর্চায় কস্তুরি হলুদের সুনাম বেশ পুরাতন হলেও। আমাদের অনেকেই আসল কস্তুরি হলুদ চিনতে ভুল করে থাকি। আবার অনেকে চিনিই না। না চেনারই কথা কারন এটি দেখতেও সাধারণ কাঁচা হলুদের মতো।

সম্মানিত ভিজিটর, আজকের লেখাজুরে বিস্তারিত আলোচনা করবো রূপচর্চায় কস্তুরি হলুদের ব্যবহার, ব্যবহারের নিয়ম বা কিভাবে রূপচর্চা ও ব্যবহার করতে হয়, দাম, কস্তুরি হলুদ কোথায় কিনতে পাওয়া যায়, এবং এ সম্পর্কিত অন্যান্য বিষয় বিস্তারিত।

Table of Contents

কস্তুরি হলুদ কি?

কস্তুরি হলুদের ইংরেজি অর্থ Curcuma Aromatica বা Wild Turmeric. কারো কারো কাছে এটি কস্তুরি মানজিল নামেও পরিচিত। এটি মূলত জিংকিনবেরেসি পরিবারের অন্তর্গত কাকুমা গোত্রের সদস্য। দক্ষিণ এশিয়া ও এর আশেপাশের অঞ্চলগুলোতে প্রসাধনী শিল্পে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।

রূপচর্চায় কস্তুরি হলুদের ৫ টি উপকারিতা ও ব্যবহার

স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে ও রূপচর্চায় কস্তুরি হলুদের নানা উপকারিতা রয়েছে। নিচে পাঁচটি উপকার ও ব্যবহারের নিয়ম দেওয়া হল-

১. পিম্পল ও পুরনো দাগ দূর করতে

মুখে পিম্পল কিংবা ব্রণ একটি কমন সমস্যা। এর ব্রণ দূর করতে আমরা কতো না চেষ্টা করি। আপনি কি জানেন কস্তুরি হলুদের রয়েছে প্রচুর পরিমাণ এন্টি ব্যাকটেরিয়াল এজেন্ট। যা মুখের পিম্পল দূর করতে বেশ কার্যকরী। মুখের ব্রণ বা পিম্পল দূর করতে নিম পাউডারের সাথে মধু ও কস্তুরি হলুদ মিশিয়ে শুধু আক্রান্ত স্থানে ব্যবহার করুন। ব্রণ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে।

২. মুখের তেলতেলে ভাব দূর করে

আমাদের অনেকেরই শীত কিংবা গরমের দিনে মুখে তেলতেল ভাব দেখা দেয়। আর মুখের তেলতেলে ভাবের কারনে ব্ল্যাকহেডস, ব্রণ এর মতো সমস্যা দেখা দেয়। Wild Turmeric এই সমস্যা সমধান করতে পারে। মুখের তেল তেলে ভাব দূর করতে তিন চা চামচ কমলার রস, ১ চা চামচ কস্তুরি হলুদের গুঁড়া বা হলুদ, ও এক চা চামচ চন্দনগুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে এপ্লাই করুন। ১৫ মিনিট পড়ে পরিষ্কার ঠাণ্ডা (নর্মাল) পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। মুখের তেলতেলে ভাব দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত পড়ুন।

৩. ডার্ক সার্কেল দূর করে

কস্তুরি হলুদ এর শসার রস ডার্ক সার্কেল দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। শসার রস ও পরিমাণ মতো কস্তুরি হলুদ মিশিয়ে পেস্ট এর মতো বানিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করার উপায় নিয়ে ইতিমধ্যে আমাদের সাইটে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা কতো না চেষ্টা করি। কস্তুরি হলুদ ও তরল দুধ আপনার মুখের স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে দিতে পারে কয়েকগুন। এক চা চামচ কস্তুরি হলুদ ও পরিমান মতো দুধ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এবারে এই মিশ্রণ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। কয়েকদিন এভাবে করুন। অল্প দিনের মধ্যেই ভালো ফলাফল পেয়ে যাবেন আশা করি।

৫. বডি ট্যান থেকে মুক্তি

আপনি চাইলে বাসায় বসেই বডি ট্যান স্ক্রাব বানিয়ে নিতে পরেন। এই জন্য আপনার প্রয়োজন হবে মুলতানি মাটি ও সামান্য পরিমাণ Wild Turmeric ও সামান্য মসুর ডাল। পরিমাণ মতো নিয়ে মিহি করে বডি ট্যান ক্রাব বানিয়ে এপ্লাই করুন।

কস্তুরি হলুদ চেনার উপায়

আসল কস্তুরি হলুদ চেনার উপায় হচ্ছে এর ঘ্রান। এটি দেখতে সাধারন হলুদের মতো হলেও এর উপর আদার মতো আবরন রয়েছে। এটি সাধারণ হলুদের চেয়ে বেশি সুগন্ধিযুক্ত ও এটি স্কিনে ব্যবহার করলে রঙ বা দাগ হয় না।

কস্তুরি হলুদের দাম

১০০ গ্রাম কস্তুরি হলুদের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। এই হিসেবে এক কেজির দাম ২৫০০ থেকে ৩০০০ টাকা।

কস্তুরি হলুদ কোথায় পাওয়া যায়

বাংলাদেশের অনলাইন শপ, কসমেটিকস এর দোকান ও অরগানিক পন্যের দোকানগুলোতে কাস্তুরি হলুদ কিনতে পাওয়া যায়।

সর্বশেষ

স্কিনে কোন কিছু এপ্লাই করার আগে স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাজার থেকে কোন ফেসিয়াল পন্য কেনার আগে এটি আসল কিনা যাচাই করুন। ভুয়া কিংবা বাজে ব্র্যান্ডের পন্য আপনার স্কিনের উন্নতির বদলে ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে।

সম্মানিত ভিজিটর, আমাদের লেখা নিয়ে আপনাদের কোন মতামত, অভিযোগ, কিংবা পরামর্শ থাকে যোগাযোগ করুন আমাদের সাথে। বাংলা ভাষায় টিপসট্রিক্স পড়তে নিয়মিত ভিজিট করুন আপনাদের প্রিয় টিপসওয়ালী।