ছেলে কিংবা মেয়ে চুলের স্টাইল নিয়ে সবাই-ই কম বেশি সচেতন ও যত্নশীল। আর চুলের স্টাইল আর সৌন্দর্য রক্ষার্থে আমাদের কতো না আয়োজন। চুলের জেল চুল স্টাইল করার অন্যতম জনপ্রিয় একটি প্রসাধনী পন্য। বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন দামের চুলের জেল কিনতে পাওয়া যায়। পাশাপাশি নকল পন্যেরও অভাব নেই। জেলের প্যাকেট দেখে আসল নকল বোঝার উপায় থাকে না। আবার ভালো মানের Hair gel ব্যবহার করার পর সঠিক নিয়মে ব্যবহার না করলেও ক্ষতি।
প্রিয় ভিজিটর, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুলের বা হেয়ার জেল ব্যবহারের নিয়ম, ব্যবহারের ক্ষতিকর দিক ও সাবধানতা, ভালো মানের হেয়ার জেলের দাম, কোথায় কিনতে পাওয়া যায়, এ সম্পর্কিত নানা প্রশ্ন ও এর উত্তর।
Table of Contents
- চুলের জেল ব্যবহারের নিয়ম
- চুলে জেল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে ও সাবধানতা
- কোন জেল চুলের জন্য ভালো
- কোথায় ভালো মানের চুলের জেল কিনতে পাওয়া যায়
- চুলের জেলের দাম
- সর্বশেষ
চুলের জেল ব্যবহারের নিয়ম
সঠিক নিয়মে চুলের জেল ব্যবহার না করলে হিতের বিপরীত হতে পারে। আর তাই সঠিক নিয়মে জেলের ব্যবহার জানতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন সঠিক নিয়ম জেনে নেওয়া যাক।
১. সঠিক জেল নির্বাচন
আপনি যে প্রসাধনীই ব্যবহার করেন না কেন আগে জেনে নিন আপনার স্কিন কিংবা শারীরিক অবস্থার সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ কিনা। চুলের জেলগুলো সাধারণত আপনার চুল ও আপনার প্রয়োজন কেমন এর উপর নির্ভর করে নির্বাচন করা হয়। তবে রঙ কিংবা ঘ্রান এর গুনাগুনের উপর কোন প্রভাব ফেলে না।
হেয়ার স্টাইলের জন্য-
- Light Fixing- এটি চুলের মসৃণ প্রভাব ফেলে। এই ধরনের হেয়ার জেল চুলকে ন্যাচারাল রাখে এবং স্ট্রান্ডগুলিকে আটকে রাখে না।
- Flexible Fixing- অগোছালো চুলের জন্য এগুলো ভালো।
- Medium hold- যাদের চুল একদমি শুষ্ক এবং নিচের দিকে নামতে চায় না তাদের জন্য এই ধরনের Hair gel.
- Strong Hold- কয়েক ঘণ্টা চুলের স্টাইল ধরে রাখতে হেয়ারড্রেসাররা এগুলো ব্যবহার করে।
- Extra Strong Fixing- লম্বা চুলে ও কমপ্লেক্স স্টাইল করার জন্য এই ধরনের জেল। ক্যাটওয়াক ও উইডিং এর অনুষ্ঠানের জন্য এগুলো বেশি ব্যবহার করা হয়।
২. ভালো ভাবে চুল পরিষ্কার করুন
Hair gel বা স্প্রে ব্যবহারের আগে অবশ্যই চুলে পরিষ্কার এটা নিশ্চিত হয়ে নিবেন। পাশাপাশি পরিষ্কার চুলে জেল দিয়ে স্টাইলিং সহজ। প্রথমে ভালোভাবে শ্যাম্পু করুন এবং নর্মালভাবে কন্ডিশন করুন। এবারে শুকনো ও পরিষ্কার তোলায়ে দিয়ে ভালোভাবে চুল মুছে ফেলুন।
৩. চুলে জেল লাগান
হাতের আঙ্গুলে উপরিভাবে সামান্য পরিমাণ মতো জেল নিয়ে দুই হাতে ঘষা দিন এবং চুলে এপ্লাই করুন। খেয়াল করবে যেন মাথার চামড়ায় না লাগে। চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কাটুন। মাথায় ম্যাসাজ করার মতো না। পাশাপাশি মনে রাখবেন আপনি যত সময় পানি দিয়ে চুল না ধুবেন ততো সময় এটি আপনার চুলে থাকবে। তাই অতিরিক্ত ব্যবহার না করে পরিমাণ মতো ব্যবহার করুন।
৪. চুলের স্টাইল করুন
বেশিরভাগ চুলের জেলে এলকোহল থাকে তাই দ্রুত শুকিয়ে যায়। যত সময় ভেজা আছে ততো সময় আপনি এটি ম্যানিপুলেট করতে পারেন। একবার শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই জেল এপ্লাই করতে করতেই চুলে স্টাইল করে ফেলুন। আপনি চাইলে চিরুনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে স্পাইক করতে পারেন কিংবা
চুলে জেল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে ও সাবধানতা
অনেক বিশেষজ্ঞ চুলে এই জাতীয় পন্য ব্যবহার না করার পরামর্শ দেয়। যেহেতু বিভিন্ন ক্যামিকেল এর সাহায্যে চুলের জেল তৈরি করা হয় তাই এটি আপনার চুলের উপর বাজে প্রভাব ফেলতে পারে।
চুলে জেল ব্যবহারের পর অনেক সময় রেখে দিলে ও অতিরিক্ত ব্যবহারের ফলে চুলে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া সঠিক নিয়মে এপ্লাই করতে না পারলে মাথার স্কিনে লেগে চুলের গোঁড়া আটকে যাওয়া, খুশকি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বাজে ব্র্যান্ডের ও নকল পন্য চুলের কালার নষ্ট করে ফেলতে পারে, পাশাপাশি চুল ভেঙে যাওয়া ও ঝরার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন এটি ব্যবহার না করে বিশেষ প্রোগ্রাম কিংবা বিশেষ দিনে চুলের স্টাইলের জন্য এটি ব্যবহার করা উত্তম।
এছাড়া ভুল হেয়ার স্টাইল এর কারনেও আপনি চুল হারাতে পারেন। ইন্টারনেটে খুজলেই এ বিষয়ে ধারনা পেয়ে যাবেন।
কোন জেল চুলের জন্য ভালো
কোন জেল চুলের জন্য ভালো এবিষয়ে সরাসরি উত্তর দেওয়া কঠিন। এটি নির্ভর করে আপনার চুলের ধরন, বয়স ও আপনার পারিপার্শ্বিক অবস্থার উপর। তবে এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি তা হচ্ছে- ভালো ব্র্যান্ডের নতুন চুলের জেল ব্যবহার করুন।পাশাপাশি সঠিক নিয়মে ব্যবহার করা।
কোথায় ভালো মানের চুলের জেল কিনতে পাওয়া যায়
অনলাইন শপ, কসমেটিক্স এর দোকান, ফার্মেসীতে চুলের জেল কিনতে পাওয়া যায়।
চুলের জেলের দাম
বাজারে দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের চুলের প্রসাধনী কিনতে পাওয়া যায়। বাংলাদেশের বাজারে চুলের জেলের দাম ২০০ টাকা থেকে ২৫০০ টাকা।
Hair gel price in Bangladesh is anywhere between 200 BDT to 2500 BDT.
সর্বশেষ
মাথার স্কিন ও চুল খুবই সংবেদনশীল তাই অল্প বয়সে টাক হতে না চাইলে ভালো ব্রান্ডে চুলের প্রসাধনী ও সঠিক নিয়মে ব্যবহার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আমাদের লেখা নিয়ে আপনাদের কোন মতামত, প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে শেয়ার করুন আমাদের সাথে। বাংলা ভাষায় নিয়মিত বিউটি টিপস পেতে ভিজিট করুন টিপসওয়ালি.কম। সাথেই থাকুন।
আরও পড়ুনঃ ছেলেদের রূপচর্চার ১০ টি টিপস