https://tipswali.com/wp-content/uploads/2021/09/Coxs-Bazar-Beach.jpg

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দেশ বিদেশের ভ্রমন পিপাসুদের অন্যতম আকর্ষণ এই সমুদ্র সৈকত। দেশের মধ্যে এমন একটি চমৎকার স্থান ভ্রমনের সুযোগ কারোই হাত ছাড়া করা উচিত নয়। ব্যাস্ত জীবনকে ছুটি জানিয়ে প্রত্যেক বাংলাদেশীর জীবনে একবার হলেও কয়েক দিনের জন্য এখান থেকে ঘুরে আসা উচিত। তবে যারা প্রথমবার কক্সবাজার বেড়াতে যাচ্ছেন বা ভবিষ্যতে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সকল বিষয়গুলো আগে থেকে না জানলে আপনার আনন্দের ভ্রমন নিরানন্দে পরিনত হতে পারে। মিস করতে পারেন কক্সবাজারের সেরা ও সুন্দর-সুন্দর ট্যুরিস্ট স্পট ও যায়গা গুলো।

আমি ইতিমধ্যে তিনবার ঢাকা থেক কক্সবাজার ভ্রমন করেছি। প্রতিবারই নতুন অভিজ্ঞতা লাভ করেছি। সম্মানিত ভিজিটর, আমার কক্সবাজার ভ্রমনের অভিজ্ঞতার আলকে আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো- কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজারের দর্শনীয় স্থান, হোটেল তালিকা ও ভাড়া, বাস, ট্রেন, বিমান ভাড়া, খাবার, কেনাকাটা, সূর্যোদয়-সূর্যাস্ত ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত। সবশেষ থাকছে ৩ দিনের ট্যুর প্লান।

Table of Contents

যাতায়াত

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের যে কোন প্রান্ত হতে এখানে যাওয়া যায়। ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, ময়মনসিংহ থেকে বাস ও বিমানে কক্সবাজার ভ্রমন করা যায়। আর ট্রেনে শুধু মাত্র ঢাকা ও সিলেট থেকে কক্সবাজারে ভ্রমনের ব্যবস্থা আছে। তবে সরাসরি কক্সবাজার যাবে না আপনাকে চট্টগ্রাম নেমে আলাদা পরিবহন ব্যবহার করে সমুদ্র সৈকতের উদ্দ্যেশে যেতে হবে।

বাসে কক্সবাজার ভ্রমন

দেশের প্রায় প্রতিটি জেলা ও বিভাগীয় শহর থেকে বাসে কক্সবাজার ভ্রমন করা যায়। তবে আপনার থানা বা জেলায় সরাসরি বাস না পাওয়া গেলে চট্টগ্রামের যে কোন বাসে চিটাগং এসে সেখান থেকে আলাদা বাসে সৈকতে যেতে পারেন। এসি ও নন এসির জন্য আলাদা আলাদা ভাড়া এছাড়া বিশেষ ছুটির দিনগুলোতেও ভাড়া কিছুটা পরিবর্তন হতে পারে। রুট ভেদে আনুমানিক বাস ভাড়ার তালিকা নিচে দেওয়া হলঃ

বাস রুটবাস ভাড়া
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ৮০০ থেকে ১৬০০ টাকা
চট্টগ্রাম টু কক্সবাজার বাস ভাড়া ২৫০ টাকা থেকে ৪০০ টাকা
খুলনা টু কক্সবাজার বাস ভাড়া ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা
সিলেট টু কক্সবাজার বাস ভাড়া ১০০০ টাকা থেকে ১৩০০ টাকা
ময়মনসিংহ টু কক্সবাজার বাস ভাড়া ১০০০ টাকা থেকে ১২০০ টাকা
বরিশাল টু চট্টগ্রাম বাস ভাড়া (কক্সবাজার ভেঙে যেতে হবে)৮৫০ টাকা থেকে ১০০০ টাকা
কুমিল্লা টু কক্সবাজার বাস ভাড়া৮০০ টাকা থেকে ১০০০ টাকা
বাস ভাড়া তালিকা

খাগড়াছড়ি থেকে কক্সবাজার বাস ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা। আর রংপুর ও রাজশাহী থেকে কক্সবাজার সরাসরি কোন বাস নেই। চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজার বাস ভাড়া ২৩০০ থেকে ২৬০০ টাকা। নাটোর থেকে কক্সবাজার বাস ভাড়া ২২০০ টাকা থেকে ২৪০০ টাকা।

বিমানে কক্সবাজার ভ্রমন

বাংলাদেশের মোট ৯ টি বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে। এর মধ্যে ঢাকা থেকে ৭ টি রুটে আর সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১ টি করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে। তবে সব সব যায়গা থেকে সরাসরি বিমানে কক্সবাজার ভ্রমন করা যায় না।

বাংলাদেশের যেসকল অভ্যন্তরীণ রুট থেকে কক্সবাজারে বিমানে যাতায়াত করতে পারবেন সেগুলো হলো- ঢাকা টু কক্সবাজার, চট্টগ্রাম টু কক্সবাজার, সিলেট টু কক্সবাজার। তাই কেউ বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ থেকে বিমানযোগে সমুদ্র সৈকত ভ্রমন করতে চাইলে ঢাকা বা অন্য রুট ব্যবহার করে যেতে হবে।

কক্সবাজার টু ঢাকা বা র বিমান ভাড়া ৪০০০ টাকা থেকে ১৫০০০ টাকা। চট্টগ্রাম টু কক্সবাজার প্লেন ভাড়া ৪০০০ টাকা থেকে ১৭০০০ টাকা। সিলেট টু কক্সবাজার বিমান ভাড়া ৪৫০০ টাকা থেকে ১৬৫০০ টাকা।

সৈয়দপুর টু কক্সবাজার বিমান ভাড়া ৭৪০০ টাকা। সপ্তাহে দুইবার কক্সবাজার টু সৈয়দপুর রুটে বিমান চলাচল করে। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট -এ সৈয়দপুর থেকে ও শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করে।

আরও পড়ুনঃ বিমানে চড়ার নিয়ম

ট্রেনে কক্সবাজার ভ্রমন

বাংলাদেশের সকল অঞ্চলের সাথে বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকতের সাথে ট্রেন যোগাযোগ ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। ঢাকা টু কক্সবাজার ট্রেনযোগে যাওয়া যায়। এ জন্য আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের ব্যবহার করে যেতে হবে এবং এর পরে চট্টগ্রাম থেকে আলাদা বাসে কক্সবাজার যেতে হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস ভাড়া (বাস ভেদে) ২৫০ টাকা থেকে ৫৫০ টাকা।

ঢাকা টু চট্টগ্রাম ট্রেন ভাড়া তালিকাঃ

নং.কোচ ক্লাস (Class)ট্রেন ভাড়া
১.শোভন কোচ২৮৫ টাকা
২.শোভন চেয়ার৩৪৫ টাকা
৩.এসি চেয়ার (স্নিগ্ধা)৬৫৬ টাকা
৪.ফার্স্ট ক্লাস চেয়ার৪৬০ টাকা
৫.ফার্স্ট ক্লাস বার্থ৬৮৫ টাকা
৬.এসি বার্থ ৭৮৮ টাকা
৭.এসি সিট১১৭৯ টাকা
Train ticket price list in BD

কক্সবাজারের দর্শনীয় স্থান

কোথাও বেড়াতে যাওয়ার আগে ওই স্থান ও আশপাশের এলাকার দর্শনীয় স্থান সম্পর্কে ধারনা না থাকার কারনে ওই এলাকার সুন্দর সুন্দর দর্শনীয়স্থান ও জিনিস গুলো না দেখাই থেকে যায়।

কক্সবাজারের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হচ্ছে- হিমছড়ি, রাডার স্টেশন, লামারপাড়া বৌদ্ধ বিহার, শ্রী শ্রী রামকোট বৌদ্ধ বিহার, অজ্ঞমেধা ক্যং, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বরইতলী মৎস্য খামার, অদিনাথ মন্দির, কানা রাজার সুড়ঙ্গ, ইনানী সি বীচ, মাতামুহুরী নদী, বার্মিজ মার্কেট, গোলাপ বাগান, রাখাইন পাড়া, চৌফলদন্ডী-খুরুশকুল সংযোগ সেতু, বড়ঘোপ সমুদ্র সৈকত, পাতাবাড়ী বৌদ্ধ বিহার, মৎস্য আবতরন ও পাইকারী বাজার, রাবার বাগান, ডুলাহাজরা সাফারি পার্ক, প্রবালদ্বীপ সেন্টমার্টিন, ছেড়া দ্বীপ, মহেশখালী জেটি, আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া বাতিঘর, বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির।

কক্সবাজার হোটেল ও রিসোর্ট এর তালিকা

বর্তমানে সমুদ্র সৈকত ঘিরে এর আশেপাশের অঞ্চলগুলতে ও সমুদ্র সৈকতের নিকটে অনেক প্রাইভেট রিসোর্ট গড়ে উঠেছে। কক্সবাজারের উল্লেখযোগ্য কয়েকটি রিসোর্ট হচ্ছে-

নং.হোটেল ও রিসোর্টের নামঠিকানাযোগাযোগ
১.সায়মন বিচ রিসোর্টমেরিন ড্রাইভ রোড০৯৬১০-৭৭৭৮৮৮
২.গ্রেস কক্স স্মার্ট হোটেলপ্লট-২২, ব্লক-সি, কলাতলী বিচ এলাকা০১৭৬৯-১০৭০১১
৩.আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ জলতরঙ্গলাবনী বিচ এলাকা০১৭৬৯-
৪.লা বেলা রিসোর্টইনানি বিচ, কক্সবাজার মেরিন ড্রাইভ ০৭১৭৬-৬২৮২৮৮
৫.মুন নেস্টহিমছড়ি রোড০১৮৩০-৩৩০০৫৫
৬.সী ওয়েলকাম রিসোর্টপ্লট নং-২২, কলাতলী রোড, ব্লক এ০১৭০৭-৮৫৪৫৬৫
৭.লং বিচ হোটেল এন্ড রিসোর্ট১৪, কলাতলী, হোটেল-মোটেল জোন, ৪৭০০০১৭৫৫-৬৬০০৫১
৮.ভিস্তা বে রিসোর্টপ্লট নং- ৫০, সুগন্ধা পয়েন্ট, ব্লক বি০১৬৭৮-০৯০৯৯১
৯.প্রাইম পার্ক হোটেলপ্লট ৫৮, ব্লক সি, হোটেল মোটেল জোন০১৭৭৫-৬০৯৯১৫
১০.হোয়াইট অর্কিডপ্লট-৩০, ব্লক-সি, +৮৮ ০৩৪১-৬৩৬৫৬
১১.হোটেল সী কক্সপ্লট নং-১৩, কলাতলী মোড়, মেই রোড, ব্লক বি০১৬১৬-২০০৫০০
১২.হোটেল ওশান প্যালেস১৫/সি, কলাতলী বিচ রোড০১৮৪১-১২২৪৪৬
১৩.হোটেল মিশুকমেইন লাবনী পয়েন্ট রোড০১৭১৫-৯৪৬৪৭১
১৪.হোটেল কল্লোললাবনী বিচ পয়েন্ট, হোটেল মোটেল জোন, সী বিচ রোড০১৮৮৬-৭৭৭৭১১
১৫.সেন্ট মার্টিন রিসোর্টপ্লট নং-১০, ব্লক-এ, কলাতলী রোড০১৮১৯-৮০৯০৫৭
১৬.হোটেল শামস প্লাজাপ্লট-১৮, ব্লক-এ, হোটেল মোটেল জোন রোড০১৮১২-৯৬৫২৫২
১৭.হোটেল অস্টার ইকোপ্লট-০১, ব্লক-সি, কলাতলী রোড, মারকেন্টাইল ব্যাংক এর বিপরীতে০১৭৭৭-৬৩১৬৯১
১৮.হোটেল সী ক্রাউনমেরিন ড্রাইভ রোড, নিউ বিচ রোড+৮৮ ০৩৪১-৬৪৭৯৫
১৯.হোটেল মেরিন প্লাজাপ্লট-১২, কলাতলী মেইন রোড, ব্লক -বি, সুগন্ধা পয়েন্ট০১৭১৬-৭৪২৪৬৪
২০.রেইন ভিউ রিসোর্টসী বিচ রোড, ডলফিন মোড়০১৭১৬-৭২৫২৩৯
২১.রয়েল বিচ রিসোর্টব্লক-৬৪, হোটেল জোন, কলাতলী০১৭০৮-৭৭৭৭৭৪
২২.শাহজাদি রিসোর্টডলফিন, কলাতলী স্কুল মসজিদের কাছে০১৮১৭-০২৪৮৯২
২৩.বাসাতি বে রিসোর্টপ্লট-৩, ব্লক-সি, কলাতলী রোড০১৮২৬-৯৮১৯৮১
২৪.হোটেল সী উত্তরা কক্সবাজারডলফিন সার্কেল বিচ রোড০১৮৭৫-০০০০৩০
২৫.হোটেল দ্য কক্স টুডেপ্লট-০১, রোড-০২, হোটেল মোটেল জোন, হোটেল দি কক্স টুডে রোড০১৭৫৫-৫৯৮৪৪৬
২৬.দি সী প্রিন্সেস হোটেলসুগন্ধা বিচ রোড, রোড নং-১ (হোটেল মোটেল জোন)০১৯২২-১১৮৮২১
২৭.সার্ফ ক্লাব হোটেলসুগন্ধা বিচ পয়েন্ট০১৭৭৭-৭৮৬২৩২
২৮.হোটেল স্যুট সাদাফমেরিন ড্রাইভ রোড০১৮৪৪-০১০২২১
২৯.প্রাসাদ প্যারাডাইসপ্লট-৯, নিউ বিচ রোড, হোটেল মোটেল জোন ০১৫৫৬-৩৪৭৭১১
৩০.সীগাল হোটেলসুগন্ধা পয়েন্ট হোটেল মোটেল জোন ০৩৪১-৬২৪৮০
৩১.হেরিটেজ হোটেলকলাতলী সার্কেল রোড০১৭৭৭-৭৪৪০৩৪
৩২.নীলিমা বিচ রিসোর্টকক্সবাজার, ৪৭০০০১৮৩১-৮৭৮৮৩৩
৩৩.কক্স’স ইনএ/৩৭, কলাতলী রোড লাইট হাউজ, হোটেল মোটেল জোন০৩৪১-৫১২৯০
৩৪.নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিঃপ্লট নং-৪৯২, মেরিন ড্রাইভ রোড০১৬২৭-৩৬৬৩৯৯
৩৫.হোটেল সিলভার বেপ্লট-১, ব্লক-বি, সুগন্ধা পয়েন্ট, নিউ বিচ রোড০১৯৫৮-১৪৩২২০
৩৬.হোটেল শৈবালমোটেল রোড০১৯৯১-১৩৯০২০
৩৭.মারমেইড বিচ রিসোর্টপেচার দ্বীপ মেরিন ড্রাইভ রোড, রামু০১৮৪১-৪১৬৪৬৮
৩৮.জামান সী হাইটস১৫/বি, কলাতলী রোড০১৫৫৮-১১১৯৯৯
৩৯.হোটেল সী আলিফপ্লট নং-১৬, ব্লক- বি, কলাতলী রোড০১৭১৫-৭৫৫১১২
৪০.উইন্ডি টেরেসপ্লট-৪০, ব্লক-সি, কক্সবাজার০১৯৩৬-৪৪৪৭৭৭
৪১.হোটেল সি ওয়ার্ল্ডসি বিচ রোড, লাবনী পয়েন্ট০৩৪১-৫১৬২৫
৪২.হোটেল ওয়াটার অর্কিডপ্লট-২৫, ব্লক-সি, কলাতলি রোড০১৬১২-৭১১৯০০
৪৩.ডায়মন্ড প্যালেস গেস্ট হাউজপ্লত-২০, ব্লক-এ, কলাতলী রোড০১৮২২-৫৩৫০০১
৪৪.দি কক্স বিচ রিসোর্টপ্লট-১৫, ব্লক-এ, মেইন রোড০১৮৪০-৪৭৭৯৯০
৪৫.হোটেল সিলভার শাইন২৬, মোটেল রোড, হলিডে মোড়, আর-১৮০০১৮৩৩-৩১৩০০১
৪৬.ডিভাইন ইকো রিসোর্টহোটেল মোটেল জোন-২, কলাতলী বিচ পয়েন্ট০১৯৭২-০৯০৯৫০
৪৭.মাসকট হলিডে রিসোর্টপ্লট নং- ৫৮, কক্সবাজার-৪৭০০ ০১৮৩৯-১৯১১৪১
৪৮.হোটেল কক্স হিলটনব্লক-বি, প্লট-২৫, কলাতলী বিচ০১৭৭৮-৯০৯১৬১
৪৯.এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্টমেরিন ড্রাইভ রোড০২-৫১০৬৩৯৯৮
৫০.রিসোর্ট বিচ ভিউ১০, ব্লক-সি, সৈকত রোড, কলাতলী মেইন রোড০১৭০৯-৯৫৬৫২২
৫১.হোটেল পিঙ্ক শোরপ্লট নং-২৬, ব্লক- বি, সুগন্ধা বিচ পয়েন্ট০১৮৪-৬২১৬১০
৫২.হোটেল এশিয়া রেসিডেন্সিয়ালমেইন রোড, বার্মিজ মার্কেট রোড০১৭১৬-৫৬৪৪৯৫
৫৩.হোটেল কোস্টাল পিসবাড়ি নং-৬, ব্লক-বি, কলাতলী বিচ০১৭৫৫-৫২১৭২৬
৫৪.হোটেল গোল্ডেন হিলহাউজ-৬৫, ব্লক-বি, সুগন্ধা বিচ০১৩১৩-৭০৮০২৫
৫৫.ওয়েল পার্ক রিসোর্টপ্লট নং-৪১, ব্লক- এ, লাইট হাউজ রোড০১৭৬৩-৮৩২৮৩০
৫৬.ইউনিটি ইন প্লট নং-৪১, ব্লক-বি, কলাতলী রোড (সুগন্ধা গেস্ট হাউজের পিছনে)০১৭১৬-৫৫৯৬৬২
৫৭.জিয়া গেস্ট ইনপ্লট-৩৬, ব্লক-বি, কলাতলি রোড০৩৪১-৬৪৭০১
৫৮.হোটেল অভিসারলাবনী বিচ পয়েন্ট, সী বিচ রোড০৭৬৯০-০৭৭৭৭৩
৫৯.ওয়ার্ল্ড বিচ রিসোর্ট১০ চট্টগ্রাম, কক্সবাজার হাইওয়ে০১৭৪১-৯৯৫৫৮৪
৬০.নিটল বে রিসোর্ট সৈকত রোড০৩৪১-৬৪২৭৮
৬১.হিল টাউন হোটেলপ্লট-৬০, ব্লক-বি, নিউ বিচ রোড, হোটেল মোটেল জোন০১৭৮৪-৩৩৬৬০০
৬২.ইকরা বিচ হোটেলমেইন রোড০১৭৩২-২১৬৬৭৭
৬৩.হোটেল বিচ ওয়েহাউজ-২১, ব্লক-সি, কলাতলী রোড০১৮৪৯-৯০০০০০
৬৪.হোটেল কোরাল রিফ কক্সবাজারকলাতলী রেসিডেন্সিয়াল এরিয়া, নিউ সী বিচ রোড০১৭৭৯-৮০৩৯৭১
৬৫.হোটেল সী সাইনবাইপাস রোড, ডলফিন মোড়০১৮১২-৫৮৫৮৫৪
৬৬.হোটেল সী প্যালেস লিঃমেইন রোড০১৭১৪-৬৫২২২৮
৬৭.বে মারিনাপ্লট নং-৬১, ব্লক-বি, সুগন্ধা পয়েন্ট কলাতলী বিচ০১৭১৩-৪৮৮৮৩৩
৬৮.হোটেল এলাফ ইন্টারন্যাশনালপ্লত-৫২, ব্লক-বি, সুগন্ধা পয়েন্ট০১৭২৬-০০০০০৭
৬৯.ফু-ওয়াং ডোমিনউস রিসোর্টলাবনী পয়েন্ট, লাবনী বিচ রোড০১৬১৯-৭১৭২৭৯
৭০.মোটেল লাবনীলাবনী বিচ রোড০৩৪১-৬৪৭০৩
৭১.হোটেল কোয়ালিটি হোমপ্লট নং-৭৮, ব্লক-এ, লাইট হাউজ, সৈকত রোড০১৭৬৭-৭২৩৯৪৩
৭২.হোটেল সী কুইনঝাউতলা মেইন রোড০১৮১৯-৩২১৮৮৮
৭৩.হোটেল রিগাল প্যালেসপ্লট-৪৮, ব্লক-বি, সুগন্ধা বিচ পয়েন্ট কলাতলী০১৮৭২-৩৬৬৩৬৬
৭৪.সি ভিউ এপার্টমেন্টপ্লট নং-২৩, ব্লক-এ, নিউ বিচ রোড০১৯১১-৭১১৯০
৭৫.লাইট হাউস ফ্যামিলি রিট্রিটহাউজ নং-৮৩, লাইট হাউজ রোড০১৭৮৭-৬৬৪৮৬৬
৭৬.ইউনি রিসোর্টমেইন রোড, কক্সবাজার০১৭১৩-১৬০১৬৭
৭৭.ড্রিম প্যালেস রিসোর্টকলাতলী মোড়, হোটেল মোটেল জোন০১৬৪৩-১৯৭০০৭
৭৮.হোটেল ডি ওশিয়ানিয়াডলফিন মোড়, মেরিন ড্রাইভ রোড০১৭৮৫-০৫০৯৯৯
৭৯.অ্যালবাট্রস রিসোর্টনিউ বিচ রোড০৩৪১-৬৪৬৮৪
৮০.এলিগ্রো স্যুইটসপ্লট-৬৫, ব্লক-বি, রেসিডেন্সিয়াল এরিয়া ০১৬১৮-০০০৭০০
৮১.সিলভিয়া রিসোর্টসুগন্ধা পয়েন্ট০১৮৭৫-১২৩৪৫৭
৮২.হোটেল বিচ পার্কনিউ বিচ রোড ০১৩-২৫৯৭৬৭
৮৩.মারমেইড ইকো রিসোর্টমেরিন ড্রাইভ রোড, পেচারদ্বীপ০১৮৪১-৪১৬৪৬৪
৮৪.সী গাজীপুর রিসোর্টহিমছড়ি রোড, ডলফিন মোড়০১৭১০-৪৭৭৮৫৩
৮৫.পাম রিভিয়েরাকস্তুরা ঘাট রোড০১৯৭৫-৬১৬৮০৭
৮৬.গ্যালাক্সি রিসোর্ট লিঃ প্লট নং-৬, ব্লক-এ, কলাতলী রোড০১৭১১-৩৮১৯১২
৮৭.রিসোর্ট আইল্যান্ডিয়াপ্লট-১১/এ, ব্লক-সি, সৈকত রোড০১৮১৯-১১৮৮৫৮
৮৮.প্রাইম পার্কপ্লট নং-৫৮, ব্লক-সি, হোটেল মোটেল জোন০১৭৭৫-৬০৯৯১৫
৮৯.এসকে কামাল রয়েল প্যালেসপ্লট নং ৩৭, ব্লক-বি, গেস্ট হাউজ রোড০১৭৩০-৮৮০৮৯১
৯০.হোটেল হাইপেরিয়ন সী ওয়ার্ল্ডপ্লট নং-৭২, ব্লক-বি, কলাতলী রেসিডেন্সিয়াল এরিয়া০১৮১৯-০৫৮৯০৮
৯১.মাসকট হলিডে রিসোর্টপ্লট-৫৮, নিউ বিচ রোড০১৮৩৯-১৯১১৪১
৯২..মোটেল উপলমোটেল রোড, স্টেডিয়াম এর বিপরীতে০৩৪১-৬৪২৫৮
৯৩হানিমুন রিসোর্টপ্লট নং-০৪, ব্লক-বি, সী বিচ রোড, কলাতলী রোড০১৭৪১-১৬৫৯২৫
৯৪.হোটেল দেলোয়ার প্যারাডাইসপ্লট নং-১৩, ব্লক-এ, নিউ বিচ রোড০১৮৫৫-৭৯০৬০
৯৫.সিলিকন বি রিসোর্টহাউজ নং-৭৪, সুগন্ধা পয়েন্ট০১৬১৮-৮৮৯৪৮৮
৯৬.স্বপ্নালয় স্টুডিও এপার্টমেন্ট১২/এ, কলাতলী রোড, হোটেল মোটেল জোন০১৬৩২-৩৬৪০৩৬
৯৭.সিলিকন শাকিরা বেহাউজ নং-৭৪, কলাতলী রোড, সুগন্ধা পয়েন্ট০১৬১৮-৮৮৯৪৮৮
৯৮.আলফা ওয়েভনিউ বিচ রোড০১৮৯১-৬৯৪৫৩৪
৯৯.ফার্সেম ইন সুইটসসৈকত পাড়া নূর জামে মসজিদ রোড, কইকত পাড়া০১৭৬০-১১৬০১৪
১০০.ইনানি রয়েল রিসোর্টটেকনাফ মেরিন ড্রাইভ রোড, ইনানি, উখিয়া০১৯৫২-২২৭৭৪৪
১০১.স্বপ্ন বিলাসব্লক-এ, প্লট-বি০১৮১২-৯৬৫২৫২
১০২.লাজিজ বে ওয়ান্ডার্স ডলফিন মোড় এলাকা০১৯৮৮-৩৩০০০০
১০৩.নিডস বে ওয়াচপ্লট নং-১৯, ব্লক নং-সি, কলাতলী মেইন রোড০১৮২৫-৯২৩৯৮২
১০৪.লেমিচ রিসোর্টজিয়া গেস্ট ইন এর পাশে০১৯৮৯-১১২৯৪৪
১০৫.হোটেল এবি গার্ডেনপ্লট নং-৪৪, ব্লক-বি, সুগন্ধা পয়েন্ট০১৮১৯-১০৭২৬২
১০৬.আল-সাফা টাওয়ারব্লক-ডি, সৈকত পাড়া রোড০১৮১৯-১৭৩৪৩০
১০৭. ঊর্মি গেস্ট হাউজ কলাতলী রোড, মার্কেন্টাইল ব্যাংক এর বিপরীতে০১৮১৯-০৮২৭৭২
১০৮. সী সান রিসোর্ট প্লট নং-৫, ব্লক-এ, নিউ বিচ রোড০১৭১৩-১০৪৮৭৮
১০৯.গ্রান্ড বিচ রিসোর্টপ্লট নং-২৭, ব্লকগ-এ, কলাতলী রোড০১৮৪০-১২২১১৬
১১০.সিগাল হোটেল সী বিচ, সুগন্ধা পয়েন্ট, হোটেল মোটেল জোন০৩৪১-৬২৪৮০
১১১.রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পাজালিয়া পালং, ইনানি০১৮৪৪-০১৬০০১
Cox’s Bazar Hotel List

কক্সবাজারে হোটেল ভাড়া

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার, ফোর স্টার, থ্রি ও টু স্টার হোটেল, গেস্ট হাউজ ও রিসোর্ট রয়েছে। এখানে টু স্টার, থ্রি স্টার, ফোর স্টার ও ফাইভ স্টার হোটেল ভেদে এক একটি হোটেল ভাড়া (প্রতি রাতের জন্য) ২০০০ টাকা থেকে শুরু করে ১৫০০০০ টাকা পর্যন্ত। তবে ৫০০ থেকে ১০০০ টাকায়ও কিছু কিছু হোটেল পেয়ে যাবেন।

সমুদ্র সৈকতে কখন যাবেন ও কি করবেন

অনেকেই প্রথমবার কক্সবাজার গিয়ে তারাহুরো করে সমুদ্রে লাফিয়ে পড়ে এটা একদম বোকামি। মনে রাখবেন ভাটার সময় সমুদ্রে গোসল করা বা সমুদ্রের পানিতে নামা বিপদজনক। তাই জানুন কখন জোয়ার। আপনি যদি সাঁতার না জানেনে অবশ্যই একদম কিনারে থাকুন এবং আপনি সব সময় লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রের পানিতে নামুন।

কক্সবাজার বিচের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত। মোহনীয় এই দৃশ্য দেখতে চাইলে আপনাকে সঠিক সময়ে সৈকতে যেতে হবে। সূর্যাস্ত উপভোগ করতে চাইলে আসরের নামাজের পড়েই হোটেল থেকে বেড়িয়ে পড়ুন কিংবা অন্যকোথাও থাকলে সমুদ্রের তীরে চলে আসুন। আর সূর্যোদয় উপভোগ করতে চাইলে ফজরের নামাজ পড়েই সৈকতে চলে আসুন।

সবসময় চেষ্টা করুন রাতের আকাশে চাঁদ উঠে এমন সময়ে কক্সবাজার ভ্রমণ করতে। এতে আপনি সমুদ্রের বালুর উপর বসে আকাশে চাঁদের জ্যোৎস্না আর সমুদ্রের তীরের নির্মল বাতাস ও সাগরের বুকে আছড়ে পড়া ঢেউএর মনজুড়ানো শব্দ উপভোগ করতে পারবেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে ছবি তোলা

আজকাল দেখার চেয়ে ছবি তোলাতে আমারা বেশি বুদ হয়ে থাকি। যাহোক সুন্দর স্মৃতিগুলো ক্যামেরা বন্ধী করে রাখতে সবাই-ই পছন্দ করে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার এই জামানায় ঘুরতে গিয়ে দুই-চারটা ছবি আপলোড না দিলে কেমনে।

পৃথিবীর সকল সমুদ্র সৈকত বা পর্যটন এলাকায় আপনি ফটোগ্রাফার পেয়ে যাবেন। যারা কিছু টাকা বা সম্মানীর বিনিময়ে আপনাকে ছবি তুলে দিবে। আপনি একটি একটি ছবি তলার জন্য চুক্তিবদ্ধ না হয়ে ১/২-৩ ঘণ্টা বা সারা দিনের জন্যও চুক্তি করে নিতে পারেন। এ ক্ষেত্রে সারা দিনের জন্য ১২০০-১৫০০ আর ঘণ্টা প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা।

Cox’s Bazar Sea Beach

সমুদ্র সৈকতে গোসল করার সময়ে ক্যামেরা নিয়ে গেলে আপনি বাড়তি ঝামেলায় পরবেন। চাইলেই কারো কাছে দিয়ে আপনি হুট করে গোসলে নামতে পারবেন না। তবে পার্সোনাল ক্যামেরা থাকলে অন্যসময় বিকেলে বা সকালে অর্থাৎ যখন গোসল করবেন না তখন নিয়ে যান।

কক্সবাজারে স্পীডবোট বা মটর সাইকেল রাইড

সমুদ্র সৈকতে গিয়ে আপনি স্পীডবোট ও মোটরসাইকেল দেখতে পাবেন। এর মালিক বা দায়িত্বে থাকা লোকজন আপনাকে এতে চড়তে আমন্ত্রন জানাবে। উত্তাল সমুদ্রের ঢেউতে স্পীডবোটে চড়ার মজাই আলাদা তবে অবশ্যই লাইফ জ্যাকেট পড়ে নিবেন। আর আগে দামাদামি করে নিবেন। ১০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে আপনি স্পীডবোটে রাইডে যেতে পারবেন। আর মোটরসাইকেলে ১০০-২০০ টাকা। পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন বিচে বা সৈকতে ঘোড়ার পীঠেও চড়তে পারেন ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে।

কক্সবাজারে খাওয়া দাওয়া

ঘুরতে গেলে একটু আলাদা স্বাদের বা যে এলাকায় ঘুরতে যাবেন ওই এলাকার স্থানীয় খাবারের স্বাদ নিতে একদম মিস করবেন না। কক্সবাজারের মোটামুটি সকল ধরনের রেস্টুরেন্ট আছে। তবে সব ঋতুতে সকল খাবার পাওয়া যায় না আবার বিভিন্ন উৎসব ও সিজনে খাবারের দাম কম বেশি হতে পারে।

উল্লেখযোগ্য কক্সবাজার কিংবা দেশের যে কোন স্থানে রেস্টুরেন্ট ভেদে খাবারের মুল্য বা দাম আলাদা। আমার অভিজ্ঞতার আলোকে কক্সবাজারের রেস্টুরেন্টগুলোর (এভারেজ) খাবার মুল্যতালিকা তুলে ধরলাম-

কক্সবাজারে খাবারের মুল্য তালিকা:

খাবারের নাম দাম
১ প্লেট সাদা ভাত২০ টাকা থেকে ৪০ টাকা
১ প্লেট মিক্সড ভর্তা৭০ টাকা থেকে ৩০০ টাকা
লইট্যা ফ্রাই (১ প্লেট/বাতি)১০০ টাকা থেকে ১৫০ টাকা
কোরাল মাছ (প্রতি পিচ)১২০ টাকা থেকে ১৫০ টাকা
গরু (১ বাটি)১৫০ টাকা থেকে ২৫০ টাকা
রূপচাঁদা ফ্রাই/ভাজা৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা
ডাল৩০ টাকা থেকে ৪০ টাকা
ইলিশ মাছ (প্রতি পিচ)২০০ টাকা থেকে ২৫০ টাকা
রুই মাছ (প্রতি পিচ)১২০ টাকা থেকে ১৫০ টাকা
চিংড়ি মাছ (প্রতি পিচ) ২০০ টাকা থেকে ৩০০ টাকা
টেংরা/বাটা মাছ (১ প্লেট)২২০ টাকা থেকে ৩০০ টাকা
১ প্লেট মিক্স সবজি৪০ টাকা থেকে ৫০ টাকা
ফ্রাইড চিকেন (১ প্লেট)২৫০ টাকা থেকে ২৮০ টাকা
চিকেন কোরমা৪৫০ টাকা থেকে ৪৫০ টাকা
কাঁকড়া (১ টি)১০০ টাকা থেকে ২০০ টাকা
Food price list in Cox’s Bazar

এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরণের ও প্যাকেজে খাবার বিক্রি হয়। বিরিয়ানি, কাচ্চি, পিজ্জা, বার্গার, চিকেন, স্যুপ, সেট মেনু ও বিভিন্ন ধরনের মাছও পেয়ে যাবেন। এখানে একটি খাবার প্যাকেজ জন প্রতি ৩০০ টাকা থেকে শুরু।

কক্সবাজার ট্যুর বা ভ্রমন প্লান

যাওয়া আসার ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া-দাওয়া, ঘোরাফেরা সবই তো জানা শেষ। শুধু জানলেই হবে না। ভ্রমনের আগে আপনার একটি প্রি-প্লান থাকা উচিত। ঘুরতে যাওয়া আগে ঠিক করুন আপনি কয়দিন অবস্থান করতে পারবেন। আপনি যদি সবগুলো স্পট ঘুরতে চান তাহলে আপনাকে ৩-৪ দিন সময় নিয়ে বের হতে হবে। আমি সর্বশেষ ২০ সালে ঘুরতে যাই আমরা কক্সবাজারে ২ রাত ও ৩ দিন অবস্থান করি। চলুন এ পর্যায়ে ২ রাত ও ৩ দিনের ট্যুর প্লান জেনে নেওয়া যাক-

১. প্রথম দিন

আপনার এলাকা হতে বাস, প্লেন বা ট্রেনে আপনার সুবিধা মতো টিকেট কাটুন। রাতে বাসে বা ট্রেনে আসুন। বিমানে আসলে সকালের দিকে রওনা দিলেও হবে। ১১ টার মধ্যে রুম বুকিং দিন এবং মালামাল রেখে নাস্তা সেরে ফেলুন। এর পর সমুদ্রে চলে যান। সুযোগ থাকলে গোসল করে ফেলুন।

দুপুরে নিকটস্থ বা পছন্দের কোন রেস্তোরা বা হোটেলে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিন। এবার বিকেলে বেড় হয়ে যান সমুদ্র দেখার উদ্দেশ্যে। বিকালে সৈকতে হাজার হাজার মানুষ আসে। তাই একটু সাবধানে থাকুন। বাচ্চা বা ছোট কেউ সাথে থাকলে নজরে নজরে রাখুন। সারা বিকেল সমুদ্র সৈকতে কাটান সূর্যাস্ত উপভোগ করুন। সন্ধ্যায় চা-নাস্তা করতে চাইলে সেরে ফেলুন। সন্ধ্যার পড়ে আসে পাশের বার্মিজ মার্কেট থেকে ঘুরে আসতে পারেন। রাতে খাবার খাওয়া জন্য আপনার পছন্দের রেস্টুরেন্ট বা আপনি যে হোটেলে থাকবেন সেখানকার খাবারও খেতে পারেন। আগের দিন জার্নি করে ক্লান্ত থাকবেন। আর সকালে সূর্যাস্ত উপভোগ করতে চাইলে আগে ঘুমিয়ে যান। বন্ধু-বান্ধব একসাথে গেলে রাতে আর ঘুম হয় না। তাই রাতে আড্ডা দিন বা রুফটপে যাওয়া সুযোগ থাকলে ঘুরে আসুন। সব চেয়ে ভালো হয় জ্যোৎস্না রাত হলে ও আবহাওয়া ভালো থাকলে রাতে সমুদ্রের বালিতে হাটা হাটি বা বসে গল্প করা।

২. দ্বিতীয় দিন

একদম ভোরে উঠে সৈকতে চলে যান। সূর্যাস্ত উপভোগ করতে। কিছু সময় থেকে হোটেলে ফিরে আসুন নাস্তা করুন। একটা গোসল দিয়ে ফিটফাট হয়ে বেড়িয়ে পড়ুন আপনার পছন্দের বা আগে থেকে টার্গেট করে রাখা দর্শনীয় স্থান গুলোর উদ্দেশ্যে। নিজেদের গাড়ি থাকলে আলাদা ব্যাপার। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায় মানুষ বেশি হলে রিজার্ভ করে রামু বৌদ্ধ বিহার, ইনানি, হিমছড়ি এর উদ্দেশ্যে বেড়িয়ে পড়ুন। আপনারা চাইলে অটোরিকশাও ভাড়া নিতে পারেন। এটা সবচেয়ে ভালো হয়। দুপুরে ওইসকল স্থানে অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। ওখানে দুপুরের খাবার খেয়ে ফেলুন। বিকালে বিচে সময় কাটান।

যেহেতু আগামীকাল ফিরে আসবেন তাই আপনার পছন্দের জিনিসগুলো কিনে ফেলার কাজ সেরে ফেলুন। রাতে খাওয়া যাওয়া করার আগে বার্মিজ মার্কেটে গিয়ে আচার, খেলনা, ও অন্যান্য জিনিসগুলো কিনে নিন। হোটেলে সব রেখে রাতে খাবারের জন্য টার্গেট কোন রেস্টুরেন্টে ঢুকে পড়ুন। কক্সবাজারের গেলে মাছ খেতে মিস করা যাবে না। অনেক সী ফুডের দোকান দেখতে পাবেন দাম আর পছন্দ মতো খেয়ে নিন।

৩. তৃতীয় দিন

দ্বিতীয় দিন অনেক টায়ার্ড থাকবেন তবে চাইলে আবার সূর্যোদয় দেখতে বের হতে পারনে। সকালে নাস্তা শেষ করে সমুদ্র সৈকত এ চলে যান। মহেশখালি যেতে পারেন বা বিচে স্পীডবোর্ড রাইড কিং মোটরসাইকেল রাইড দিতে পারেন। বিচে গোসল করুন, ছবি তুলুন। অনেক হোটেলে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে গোসল করুন। রুমে এসে ড্রেস পরিবর্তন করুন এবং পছন্দের হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করুন। সব কিছু ঘুছিয়ে ফেলুন। বিকালে কিছু সময় বিচে ঘোরাফিরা করুন। সন্ধ্যার পর সবকিছু ঘুছিয়ে নিয়ে বাসে উঠে আপনার চিরচেনা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন।

উল্লেখ্য আপনি আপনার মতো করে ট্যুর প্লান করে নিন। আমরা আপনাকে একটা গাইড দিলাম মাত্র।

সর্বশেষ

জীবন সুন্দর উপভোগ করুন। আপনার পছন্দের যায়গাগুলো ঘুরে দেখুন। কক্সবাজার ভ্রমন নিয়ে আমাদের লেখাটি আপনার ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে। আপনার যাত্রা শুভ হোক।

জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

কক্সবাজারে ফাইভ স্টার হোটেল কোনগুলো?

রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট ও স্পা, হোটেল কক্স টুডে, লং বিচ হোটেল।

কক্সবাজারে ফোর স্টার হোটেল কোনগুলো?

সায়মন বিচ রিসোর্ট, হেরিটেজ হোটেল, সিগাল হোটেল, ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, পাম রিভিয়েরা, হোটেল শৈবাল, মারমেইড বিচ রিসোর্ট।