এক সময়ে হেলিকপ্টার কেবল সরকারের বিভিন্ন বাহিনীর উদ্ধার অভিযান ও অন্যান্য সরকারী কাজে ব্যবহার করা হলেও বর্তমানে সাধারণ মানুষের মধ্যেও হেলিকপ্টারের ব্যবহার বেড়েছে। চিকিৎসা, দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা কিংবা শখের বসে অনেকেই হেলিকপ্টার ব্যবহার করে থাকে। বাংলাদেশে ব্যাক্তি মালিকানায় হেলিকপ্টার কেনা ও ব্যবহারের প্রচলন নেই তবে বর্তমানে অনেক এয়ার সার্ভিস কোম্পানি হেলিকপ্টার ফ্লাইট সার্ভিস ও ভাড়া দিয়ে থাকে। স্থান, দূরত্ব ভেদে হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে।
সম্মানিত ভিজিটর, আজকের লেখাজুড়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো- বাংলাদেশে হেলিকপ্টার ভ্রমণ ও ভাড়া সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা, কোথায় হেলিকপ্টার ভাড়া পাওয়া যায়, প্রয়োজনীয় কাগজপত্র ও এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে।
বিভিন্ন ধরনের হেলিকপ্টার
মূলত ৩ ধরনের হেলিকপ্টার আছে। এগুলো হচ্ছে- হিঙ্গেলেস, ট্রিটেরিং, ও আর্টিকুলেটেড।
বাংলাদেশে যে হেলিকপ্টারগুলো ভাড়া পাওয়া যায়
বাংলাদেশের হেলিকপ্টার সার্ভিস প্রদানকারী এজেন্সিগুল যে ধরনের ফ্লাইট সরবরাহ করে সেগুলোর মধ্যে বেল-৪০৭, বেল ২০৬, আগস্টা AW109, রবিনশন ৬৬, রবিনশন ৪৪, ইউরোকপ্টার EC130, ইউরোকপ্টার EC135 উল্লেখযোগ্য।
যে সকল কাজের জন্য ভাড়া নিতে পারবেন
বাংলাদেশে ব্যাক্তিগত বিভিন্ন কাজের জন্য যেমন- বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, লিফলেট বিতরন, রোগী বহন, ভিআইপি অতিথি পরিবহন, ফিল্ম বা মুভি শুটিং,কফিন বা লাশ বহনের জন্য, ও এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমনের জন্য হেলিকপ্টার ভাড়া পাওয়া যায়।
বাংলাদেশে হেলিকপ্টার ভাড়া
স্থান, উদ্দেশ্য ও দূরত্ব ভেদে হেলিকপ্টার ভাড়া আলাদা আলাদা হয়ে থাকে। বাংলাদেশে সাধারণত ঘণ্টা প্রতি হেলিকপ্টার ভাড়া ৭০০০০ টাকা থেকে ১২০০০০ টাকা।মেডিকেল ফ্লাইট, শুক্র-শনিবার ও বিশেষ দিনগুলোতে ঘণ্টা প্রতি এক্সট্রা ১০০০০ থেকে ১৫০০০ টাকা। এছাড়াও মাটিতে অপেক্ষা বা গ্রাউন্ড ওয়েটিং খরচ ও আলাদা ভ্যাট প্রদান করতে হয়।
ঢাকা থেকে বাংলাদেশের ৬৪ জেলার হেলিকপ্টার ভাড়ার তালিকা নিচে দেওয়া হলঃ
ঢাকা টু (স্থান) | সাধারণ ফ্লাইট ভাড়া (টাকা) | মেডিকেল ফ্লাইট ভাড়া (টাকা) |
খুলনা | ১৪০০০০ | ১৫৫০০০ |
বরিশাল | ১৩৫০০০ | ১৫০০০০ |
বগুরা | ১৪০০০০ | ১৫৫০০০ |
চট্টগ্রাম | ২০০০০০ | ২১৫০০০ |
সিলেট | ১৭৫০০০ | ১৯০০০০ |
রাজশাহী | ১৭৫০০০ | ১৯০০০০ |
ময়মনসিংহ | ১০০০০০ | ১১৫০০০ |
রংপুর | ২১৫০০০ | ১৯০০০০ |
দিনাজপুর | ২৩৫০০০ | ২৫০০০০ |
নোয়াখালী | ১৩৫০০০ | ১৫০০০০ |
সিরাজগঞ্জ | ১১৫০০০ | ১৩০০০০ |
শেরপুর | ১৩৫০০০ | ১৫০০০০ |
সাতক্ষীরা | ১৭৫০০০ | ১৯০০০০ |
সন্দ্বীপ | ১৭৫০০০ | ১৯০০০০ |
রাঙামাটি | ২১৫০০০ | ২৩০০০০ |
পিরোজপুর | ১৫০০০০ | ১৬৫০০০ |
পটুয়াখালী | ১৬৫০০০ | ১৮০০০০ |
পঞ্চগড় | ৩০০০০০ | ৩১৫০০০ |
নরসিংদী | ৭৫০০০ | ৯০০০০ |
নারায়নগঞ্জ | ৭৫০০০ | ৯০০০০ |
নীলফামারী | ২৬৫০০০ | ২৮০০০০ |
নেত্রকোনা | ১২৫০০০ | ১৪০০০০ |
নাটোর | ১৫০০০০ | ১৬৫০০০ |
নড়াইল | ১২৫০০০ | ১৪০০০০ |
নওগাঁ | ১৮৫০০০ | ২০০০০০ |
মুন্সিগঞ্জ | ৭৫০০০ | ৯০০০০ |
মানিকগঞ্জ | ৭৫০০০ | ৯০০০০ |
মৌলোভীবাজার | ১৪৫০০০ | ১৬০০০০ |
মাগুরা | ১১৫০০০ | ১৩০০০০ |
মাদারীপুর | ১০০০০০ | ১১৫০০০ |
কুষ্টিয়া | ১৩৫০০০ | ১৫০০০০ |
কুড়িগ্রাম | ২৩০০০০ | ২৫০০০০ |
জয়পুর হাট | ১৮৫০০০ | ২০০০০০ |
ঝিনাইদাহ | ১২৫০০০ | ১৪০০০০ |
জামালপুর | ১৫০০০০ | ১৬৫০০০ |
ঝালকাঠি | ১৪৫০০০ | ১৬০০০০ |
ঈশ্বরদী | ১৩৫০০০ | ১৫০০০০ |
হবিগঞ্জ | ১২৫০০০ | ১৪০০০০ |
গোপালগঞ্জ | ১২৫০০০ | ১৪০০০০ |
গাইবান্ধা | ১৭৫০০০ | ১৯০০০০ |
ফেনী | ১৩৫০০০ | ১৫০০০০ |
ভোলা | ১৪৫০০০ | ১৬০০০০ |
বান্দারবান | ২৪৫০০০ | ২৬০০০০ |
বরগুনা | ১৭৫০০০ | ১৯০০০০ |
বাগেরহাট | ১৪৫০০০ | ১৬০০০০ |
কুমিল্লা | ১০০০০০ | ১১৫০০০ |
গাজীপুর | ৭০০০০ | ৯০০০০ |
ঠাকুরগাঁ | ২৭৫০০০ | ১৮০০০০ |
লালমনিরহাট | ২৫৫০০০ | ২৭০০০০ |
সুনামগঞ্জ | ১৫৫০০০ | ১৭০০০০ |
কিশোরগঞ্জ | ৯৫০০০ | ১১০০০০ |
টাংগাইল | ৯৫০০০ | ১১০০০০ |
পাবনা | ১২৫০০০ | ১৪০০০০ |
মেহেরপুর | ১৬৫০০০ | ১৮০০০০ |
চুয়াডাঙ্গা | ১৫৫০০০ | ১৭০০০০ |
রাজবাড়ী | ৯৫০০০ | ১১০০০০ |
বি বাড়িয়া | ৯৫০০০ | ১১০০০০ |
লক্ষ্মীপুর | ১১৫০০০ | ১৩০০০০ |
খাগড়াছড়ি | ২১৫০০০ | ২৩০০০০ |
কক্সবাজার | ২৮৫০০০ | ৩০০০০০ |
যশোর | ১৩৫০০০ | ১৫০০০০ |
ফরিদপুর | ৯৫০০০ | ১১০০০০ |
শরিয়াতপুর | ৯৫০০০ | ১১০০০০ |
চাপাইনবাবগঞ্জ | ২১৫০০০ | ২৩০০০০ |
হেলিকপ্টার সার্ভিস প্রদানকারী কোম্পানি
বসুন্ধরা এয়ারওয়েজ, পারটেক্স এভিয়েশন, বিআরবি এয়ার, বিসিএল এভিয়েশন, স্কয়ার এয়ার, আর এন্ড আর এভিয়েশন, সাউথ এশিয়ান এয়ারলাইন্স, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইম্প্রেস এভিয়েশন, মেঘনা এভিয়েশন।
রোগী বহনের জন্য হেলিকপ্টার ভাড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এয়ার এ্যাম্বুলেন্স, এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইটে ভ্রমনের জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে- ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট, বিদেশ ভ্রমনের জন্য ভিসা, ডাক্তার দ্বারা রোগীর কেস সারাংশ, বিদেশী হাস্পাতালের বুকিং ডকুমেন্ট, স্থানীয় ডাক্তারের নাম্বার, অ্যাম্বুলেন্স বা গাড়ীর নাম্বার, ড্রাইভারের নাম মোবাইল নাম্বার, উপস্থিতির নাম, মোবাইল নাম্বার, পাসপোর্ট নং।
হেলিকপ্টারেরে দাম
একটি হেলিকপ্টারের দাম ২ কোটি টাকা থেকে শুরু করে ৩০০ কোটি টাকা। বাংলাদেশে ভাড়ায় পাওয়া যায় রবিনসন আর-২২ হেলিকপ্টারের দাম ২ কোটি ৫০ লাখ টাকার বেশি।
সর্বশেষ
শখের তোলা আশি টাকা তাই শখ যদি জাগে এয়ার ভ্রমনের সামর্থ্য থাকলেই পূরণ করে ফেলুন। আজকাল হুজুর ও সাধারণ মানুষদের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে নানা সমালোচনা দেখা যায় এগুলো হিংসুকদের কাজ। ওনার টাকা আছে বা ভাগ্য হয়েছে তাই ভ্রমণ করছে। আপনার কপালে নাই বা যোগ্যতা নাই। অন্যের পিছনে না ছুটে নিজের কাজে মনযোগ দিন এবং টাকা কামাই করে এয়ার ভ্রমণের স্বাদ নিন। – আলিফ লায়লার জিন-পরী।
আরও পড়ুনঃ কক্সবাজার ভ্রমণ গাইড, ভাড়া, হোটেলের তালিকা। বিমানে চড়ার টিপস।